নাইজেরিয়ায় গির্জায় হামলা, নিহত ৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি গির্জায় গত মঙ্গলবার অস্ত্রধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছে। পর পর তৃতীয় বছর দেশটিতে বড়দিনের সময় গির্জায় রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার ভোররাতে ইয়োবি প্রদেশের পোটিসকুম শহরের কাছের জিরি গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জিরির গির্জাটিতে তখন বড়দিনের অনুষ্ঠান চলছিল।
সেনাবাহিনীর মুখপাত্র ইলি ল্যাজারাস বলেন, 'অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা পোটিসকুমে হামলা চালানোর চেষ্টা করলে সেনারা তাদের প্রতিহত করে। পালানোর সময় জিরি গ্রামের একটি গির্জায় হামলা চালায় তারা।' হামলায় ছয়জন নিহত হয় বলে জানান তিনি। হামলাকারীরা গির্জাটিতে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠী। নাইজেরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি।
সেনাবাহিনীর মুখপাত্র ইলি ল্যাজারাস বলেন, 'অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা পোটিসকুমে হামলা চালানোর চেষ্টা করলে সেনারা তাদের প্রতিহত করে। পালানোর সময় জিরি গ্রামের একটি গির্জায় হামলা চালায় তারা।' হামলায় ছয়জন নিহত হয় বলে জানান তিনি। হামলাকারীরা গির্জাটিতে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠী। নাইজেরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি।
No comments