অন্য কলাম
এত দিনে...
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে খেলে এসেছে ৯ ডিসেম্বর। যাওয়ার আগে সরকারি অনুমতিপত্রের (জিও) জন্য বাফুফে আবেদন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সেই অনুমতিপত্র বাফুফের দপ্তরে এসে পৌঁছেছে কাল! টুর্নামেন্টে তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে বিদায় নেয় বাংলাদেশ। পত্রপত্রিকায় এসব নিয়ে লেখালেখি হলেও সংশ্লিষ্টদের নজরে পড়েনি! তাই টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর অনুমতিপত্র পেয়ে বাফুফের সবাই প্রথমে একচোট হেসে নিলেন। বলাই বাহুল্য, সরকারি অনুমতিপত্র ছাড়াই দল ওই সফর করে এসেছে। যুক্তিযুক্ত প্রশ্ন, তাহলে জিওর দরকার কী?ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে খেলে এসেছে ৯ ডিসেম্বর। যাওয়ার আগে সরকারি অনুমতিপত্রের (জিও) জন্য বাফুফে আবেদন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে।
আপিল এবং...
গত অক্টোবরে অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সার্বিয়া আর ইংল্যান্ড। সেই ম্যাচে সফরকারী ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ড্যানি রোজকে বর্ণবাদী গালি দেয় সার্বিয়ার দর্শক। শাস্তি হিসেবে ৮০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, পরের ম্যাচটি হবে দর্শকবিহীন। এ রায়ের বিরুদ্ধে সার্বিয়া আবেদন করতেই পারত। আবেদন করাও হয়েছে, কিন্তু সার্বিয়া নয়, আবেদন করেছে খোদ উয়েফা! শাস্তিটা যথেষ্ট হয়নি, অপরাধীদের শক্তিশালী কোনো বার্তাও দেয়নি বলে ইংলিশ ফুটবল সংস্থা সমালোচনা করেছিল। এ সমালোচনার পর শৃঙ্খলা কমিটির রায়ের বিরুদ্ধে আপিল করল উয়েফা। রয়টার্স।
No comments