ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে ফারুক খান- সরকার শতভাগ সফল নয়, কিছু ভুলত্রুটিও করছে
বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘সরকার শতভাগ সফল, তা বলছি না। কিছু ভুলত্রুটিও করছে। তবে সরকার সেসব ভুল শোধরানোর চেষ্টা করছে।
যুবসমাজ বিশ্বাস করতে পারে, সরকার কাজ করছে।’গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইয়ুথ ফোরাম আয়োজিত যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুই দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে সংসদের আদলে। ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১২’ শিরোনামে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের যুব সংগঠনের প্রতিনিধি এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ভারতের মানবাধিকারকর্মী সমীর পুটাটুন্ডা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের অভাব নেই। দেশের যুবসমাজকে মানবসম্পদে পরিণত করে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে বাংলাদেশ অচিরেই বিশ্বের মধ্যে একটি উল্লেখযোগ্য দেশ হিসেবে পরিচিতি পেতে পারে।
বিকেলের অধিবেশনে আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবসমাজকে আরও সচেতন হয়ে কাজ করতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, দেশ ও জাতির উন্নয়নে যুবসমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই যুবসমাজকেই দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বিকেলে ১০০টি প্রতিষ্ঠানকে ‘বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
No comments