ভারতের রাষ্ট্রপতির এক ঘণ্টার সফরে ব্যয় দুই কোটি রুপি!
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমন উপলক্ষে গত অক্টোবরে কর্ণাটক রাজ্যের বেলগাম জেলার একটি সার্কিট হাউস মেরামত করা হয়। এ জন্য রাজস্ব খাত থেকে ব্যয় করা হয় প্রায় দুই কোটি রুপি । এর মধ্যে ৩৭ লাখ রুপি ব্যয় হয় তাঁর থাকার কক্ষটির মেরামতে।
যদিও প্রণব মুখার্জি সেখানে ছিলেন মাত্র এক ঘণ্টা। গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়া পত্রিকা এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানায়, গত ১১ অক্টোবর রাষ্ট্রপতি 'সুবর্ণ বিধান সৌধ' উদ্বোধন করতে বেলগাম যান। তাঁর থাকার জন্য সেখানকার সার্কিট হাউসটি মেরামত করা হয়। এ জন্য ব্যয় করা হয় এক কোটি ৯৮ লাখ রুপি। প্রতিবেদনে বলা হয়, বেলগামের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ওই সার্কিট হাউসের দুটি ভবন রয়েছে। এর একটি দুই বছর আগে উদ্বোধন করা হয়। আর অন্যটিও মেরামত করা হয় এক বছর আগে।
পত্রিকাটি জানায়, গত ১১ অক্টোবর রাষ্ট্রপতি 'সুবর্ণ বিধান সৌধ' উদ্বোধন করতে বেলগাম যান। তাঁর থাকার জন্য সেখানকার সার্কিট হাউসটি মেরামত করা হয়। এ জন্য ব্যয় করা হয় এক কোটি ৯৮ লাখ রুপি। প্রতিবেদনে বলা হয়, বেলগামের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ওই সার্কিট হাউসের দুটি ভবন রয়েছে। এর একটি দুই বছর আগে উদ্বোধন করা হয়। আর অন্যটিও মেরামত করা হয় এক বছর আগে।
No comments