দ্বৈত ভূমিকার ভালোটাও দেখছেন মাহমুদ
মিরপুরের সংবাদ সম্মেলনকক্ষে কাল যখন বাংলাদেশ ক্রিকেট লিগ নিয়ে আলোচনা
করছে টুর্নামেন্ট কমিটি, খালেদ মাহমুদ তখন পাশের একাডেমি মাঠে। প্রাইম
ব্যাংক দক্ষিণাঞ্চলের অনুশীলনে।
দলের ম্যানেজার ও কোচ তিনি। মজার ব্যাপার,
জাতীয় দলের সাবেক অধিনায়ক আছেন আবার বিসিবির বর্তমান অস্থায়ী কমিটিতেও।
বোর্ডের আম্পায়ার্স কমিটির প্রধানও তিনি!অনেক ইতিবাচকতার ফ্র্যাঞ্চাইজি লিগে যে দু-একটি ব্যাপার নিয়ে প্রশ্ন উঠছে, সেটির একটি মাহমুদের এই ‘দ্বৈত ভূমিকা’। তবে কোনো পক্ষই এটিকে খুব বড় কিছু মনে করছেন না। সংবাদ সম্মেলনে এই প্রশ্নে অ্যাডহক কমিটির সদস্য মাহবুবুল আনামের যুক্তি, ‘আমাদের অ্যাডহক কমিটির একজনের সঙ্গে প্রি-কন্ট্রাক্টেড চুক্তি ছিল একটি ফ্র্যাঞ্চাইজির। প্রি-এক্সিসটিং লিগ্যাল কন্ট্রাক্ট। সেজন্য ওটাকে সম্মান করতে হয়েছে আমাদের।’
মাহমুদ নিজেও বিব্রতকর কিছু খুঁজে পাচ্ছেন না। বরং একটা ভালো দিকও খুঁজে পাচ্ছেন, ‘দেখুন, প্রাইম ব্যাংকের সঙ্গে আমার চুক্তি এক বছর আগে থেকেই, ওদের চাকুরে আমি। বলতে পারেন এটাই পেশা। আর বোর্ডে আমাদের কাজটা তো ভলান্টিয়ারি, ওখান থেকে টাকাপয়সা পাই না। তা ছাড়া একদিক থেকে তো এটা ভালোও, বোর্ডের কেউ দলের সঙ্গে থাকলে কোনো অন্যায় হবে না। আমার মতে অন্যায় করছি কি না বা দায়িত্বের অপব্যবহার করছি কি না, সেটাই আসল। আমি সেটা কখনোই করব না।’
No comments