নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষ, হত ২ আহত ৩০
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া, ও সংবাদদাতা, নবীনগর, ২৬ ডিসেম্বর ॥
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে পূর্বশত্রুতা এবং আধিপত্য
বিস্তারের জের ধরে বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপ ও সাববাড়ির
সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত ও ৩০ জন আহত
হয়েছেন। নিহত দু’জন হচ্ছেন গুতু মিয়া মেম্বার ও মনু মিয়া। দীর্ঘদিন ধরে
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সমর্থকদের মাঝে বিরোধ চলছিল। গত সোমবার
দু’গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহত হয়। এর জের ধরে আজ
(বুধবার) সন্ধ্যায় দু’পক্ষের শত শত সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে
জড়িয়ে পড়ে। এই সময় ঘটনাস্থলে গুতু মিয়া মেম্বার নিহত হন। হাসপাতালে আনার
পর মনু মিয়া মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হন। বাড়িঘর ভাংচুর
হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকারী পুলিশ
সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জলিল (২৬), লাকী বেগম (২৫) ও আলক
মিয়াকে (৪৫) ঢাকা মেডিক্যালে, অন্যদের নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও
ব্রাহ্মণবাড়িয়া আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments