কক্সবাজারে তিন নাটক নিয়ে ঢাকা থিয়েটার
ঢাকা থিয়েটার তাদের চলমান তিনটি প্রযোজনা দ্য টেম্পেস্ট, ধাবমান ও বিনোদিনী মঞ্চায়নের জন্য কক্সবাজার যাওয়ার সিগ্ধান্ত নিয়েছে।
২৮ ডিসেম্বর কক্সবাজারের সমুদ্র সৈকতে দ্য টেম্পেস্ট’ মঞ্চায়ন করবে ঢাকা থিয়েটার। বিকাল ৩ টায় এটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইতে।
উইলিয়াম শেক্সপিয়র রচিত দ্য টেম্পেস্ট অনুবাদ ও রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
রামুতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রামুতেই মঞ্চায়ন করা হবে ধাবমান। এক্ষেত্রে এই নাটক হয়ে দাড়িয়েছে একটি প্রতিবাদের ভাষা। নাটকটি রচনা করেছেন সেলিম আল দীন এবং নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার অডিটরিয়ামে মঞ্চস্থ হবে একক অভিনয় নির্ভর নাটক বিনোদিনী। শ্রীমতি বিনোদিনী দাসী রচিত আত্মজীবনী অবলম্বনে এটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ এবং একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ।
আনন্দকণ্ঠ ডেস্ক
উইলিয়াম শেক্সপিয়র রচিত দ্য টেম্পেস্ট অনুবাদ ও রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
রামুতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রামুতেই মঞ্চায়ন করা হবে ধাবমান। এক্ষেত্রে এই নাটক হয়ে দাড়িয়েছে একটি প্রতিবাদের ভাষা। নাটকটি রচনা করেছেন সেলিম আল দীন এবং নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার অডিটরিয়ামে মঞ্চস্থ হবে একক অভিনয় নির্ভর নাটক বিনোদিনী। শ্রীমতি বিনোদিনী দাসী রচিত আত্মজীবনী অবলম্বনে এটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ এবং একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ।
আনন্দকণ্ঠ ডেস্ক
No comments