ইউনাইটেডের রোমাঞ্চকর জয়



রুদ্ধশ্বাস এক বিকেল কেটেছে কাল ওল্ড ট্রাফোর্ডে। সাত গোলের এক রোমাঞ্চকর ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
হাভিয়ের হার্নান্দেজের শেষ মিনিটের গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে স্যার আলেক্স ফার্গুসনের দল। ইউনাইটেডের রোমাঞ্চের দিনে হেরেছে নগর প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের কাছে রবার্তো মানচিনির দল হেরেছে ১-০ গোলে। লিগের ঠিক মাঝপথ শেষে ১৯ ম্যাচে ইউনাইটেডের ৪৬ ও সিটির ৩৯ পয়েন্ট। কাল হুয়ান মাতার একমাত্র গোলে জিতে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে চেলসি। ১৮ ম্যাচে বেনিতেজের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
ওল্ড ট্রাফোর্ডে কাল প্রথম গোল দিয়েছিল নিউক্যাসলই। শুধু তাই নয়, জেমস পার্চ, জোনাথন ইভান্স (আত্মঘাতী) ও পাপিস ডেম্বা সিসের গোলে তিন তিনবার এগিয়ে যায় ম্যাগপাইরা। আত্মঘাতী গোলের আগে ইউনাইটেডের প্রথম গোলটি করেছিলেন আইরিশ ডিফেন্ডার ইভান্সই। এরপর প্যাট্রিস এভরা ও রবিন ফন পার্সি আরও দুবার ইউনাইটেডকে সমতায় ফেরানোর পর শেষ মুহূর্তে ‘চিচারিতো’র ওই গোল।
নিজেদের মাঠে সিটির বিপক্ষে সান্ডারল্যান্ডের একমাত্র গোলটি অ্যাডাম জনসনের। সিটির সাবেক উইঙ্গার জনসন ম্যাচের একমাত্র গোলটি করেছেন ৫৩ মিনিটে। নরউইচের মাঠে চেলসির স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার জয়সূচক গোলটি হয়েছে ৩৮ মিনিটে। রয়টার্স।

No comments

Powered by Blogger.