উইলিয়ামের প্রিয় কাজ ছিল মানুষ হত্যা!
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গত সোমবার যে অস্ত্রধারীর গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হন, তার আরো মানুষ হত্যার পরিকল্পনা ছিল। অবসরে উইলিয়াম স্পেংলার নামে ওই ব্যক্তির প্রিয় কাজ ছিল মানুষ হত্যা।
লিখে যাওয়া নোট থেকে এমনটাই জানা গেছে। গত মঙ্গলবার নিউ ইয়র্কের ওয়েবস্টার শহরের পুলিশপ্রধান জেরাল্ড পিকারিং এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এদিকে উইলিয়ামের বাসা থেকে পুড়ে যাওয়া কঙ্কালসহ একটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি উইলিয়ামের বোন শেরিল স্পেংলারের (৬৭) দেহাবশেষ। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে শেরিল সোমবারের আগুনে পুড়ে মারা গেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে_এ ব্যাপারে পিকারিং নিশ্চিত কিছু বলতে পারেননি। সূত্র : এএফপি, জিনিউজ।
এদিকে উইলিয়ামের বাসা থেকে পুড়ে যাওয়া কঙ্কালসহ একটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি উইলিয়ামের বোন শেরিল স্পেংলারের (৬৭) দেহাবশেষ। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে শেরিল সোমবারের আগুনে পুড়ে মারা গেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে_এ ব্যাপারে পিকারিং নিশ্চিত কিছু বলতে পারেননি। সূত্র : এএফপি, জিনিউজ।
No comments