জাসদ ছাত্রলীগের সমাবেশ- জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি
জামায়াতে
ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে
জাসদ ছাত্রলীগ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল
ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
দুপুরে মধুর ক্যানটিন থেকে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিক্ষোভ
মিছিল অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের
ধ্বংসাত্মক পরিকল্পনার অংশ। স্বাধীনতার পরও তারা তাদের জঙ্গি কার্যকলাপ
বন্ধ করেনি, এটা তারই প্রমাণ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে
জামায়াত-শিবিরের মতো সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে।সমাবেশে সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ তফছির, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
No comments