বিজ্ঞানে পৃথিবীর সেরা ২৫ দেশ by জাহিদ আবদুল্লাহ
বিজ্ঞানে একটি দেশ থেকে আরেকটি থেকে কীভাবে উন্নত? এর হিসাব করা মোটেও সহজ কাজ নয়। প্রকাশিত গবেষণাপত্র হিসাব করে কোনো দেশের মৌলিক গবেষণার সংখ্যা পাওয়া যায়। কিন্তু এ ক্ষেত্রে বলা যাবে না দেশটি সেই গবেষণা প্রয়োগ করে সুফল নিতে পেরেছে। তাই আরও পরিমাপকের প্রয়োজন হয়।
কৃতিস্বত্বের (পেটেন্ট) মাধ্যমে বোঝা যায় একটি দেশ গবেষণার ফল কতটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করেছে। গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয়ের মাধ্যমে দেশটির বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণার শুধু হিসাব নয়, একই সঙ্গে শিল্পকারখানার সংশ্লিষ্টতার হিসাবও পাওয়া যায়। একটি দেশে প্রতিবছর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কত শিক্ষিত হচ্ছে তা-ও গুরুত্বপূর্ণ। এসব পরিমাপের ভিত্তিতে গত অক্টোবরে বিজ্ঞান সাময়িকী নেচার ও সায়েন্টিফিক আমেরিকান বিজ্ঞানের ক্ষেত্রে সেরা ২৫টি দেশের তালিকা তৈরি করেছে। তালিকায় সব কটি পরিমাপে শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপর জার্মানি ও চীন।
No comments