বিশ্ব সিটি দাবা- ঢাকার বিদায়
সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব সিটি দাবায় শেষ ষোলোতে ০.৫-৩.৫ পয়েন্টে রাশিয়ার শক্তিশালী সারাতভ সিটির কাছে হেরে বিদায় নিয়েছে ঢাকা।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদই শুধু ড্র করেন প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে। হেরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি।
No comments