কাঁচির আঘাতে আহত ঝাড়ুদার মারা গেছেন
রাজধানীর গোপীবাগের টিটিপাড়া বস্তিতে কাঁচির আঘাতে আহত রেলওয়ের ঝাড়ুদার সোহেল দাস (৪২) তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার দুপুরে মারা গেছেন।
মৃত সোহেলের ভাই সুধীর দাস অভিযোগ করেন, একই বস্তির দিলু মিয়া হামলা চালিয়েছিলেন সোহেলের ওপর।
এ ব্যাপারে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দিলু মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। দিলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments