কাঁচির আঘাতে আহত ঝাড়ুদার মারা গেছেন



রাজধানীর গোপীবাগের টিটিপাড়া বস্তিতে কাঁচির আঘাতে আহত রেলওয়ের ঝাড়ুদার সোহেল দাস (৪২) তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার দুপুরে মারা গেছেন।
পুলিশ জানায়, রেলওয়ের ঝাড়ুদার সোহেল দাস সপরিবারে গোপীবাগের টিটিপাড়ায় সুইপার কলোনিতে থাকতেন। গত সোমবার রাত ১১টার দিকে ওই বস্তিতে মদ পান করা নিয়ে এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে কাঁচি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর সোয়া ১২টায় তিনি মারা যান।
মৃত সোহেলের ভাই সুধীর দাস অভিযোগ করেন, একই বস্তির দিলু মিয়া হামলা চালিয়েছিলেন সোহেলের ওপর।
এ ব্যাপারে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দিলু মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। দিলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.