আব্বাস উদ্দিনের গান
বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের মৃত্যুদিবস ৩০
ডিসেম্বর। এ বছর এই দিনে বাজারে আসছে তাঁর গাওয়া ৩০টি গান নিয়ে জোড়া
সিডির অ্যালবাম স্মরণীয় বরণীয়।
আর অ্যালবামটি প্রকাশ করছে কান্ট্রি
মিউজিক।আব্বাস উদ্দিন আহমেদের ছেলে মুস্তাফা জামান আব্বাসী বলেন, ‘সব কটি গানই অনেক পুরোনো; জনপ্রিয় তো বটেই। গানগুলো পাইরেসি করে অনেক অসাধু প্রতিষ্ঠানই বাজারজাত করেছে। সেগুলোর মান মোটেই ভালো নয়। তাই এসব গান শুনে শ্রোতাদের মন ভরবে না। কান্ট্রি মিউজিক এই অ্যালবামের জন্য ৩০টি গান বেছে নিয়েছে। তারা বেশ সময় নিয়ে গানগুলোর অপ্রয়োজনীয় শব্দ দূর করে নতুনভাবে মাস্টার কপি তৈরি করেছে। এবার গানগুলো শোনার পর আমারও ভালো লেগেছে।’
কান্ট্রি মিউজিকের স্বত্বাধিকারী মোস্তফা কামাল বলেন, ‘পাইরেসি হওয়া গান না কেনার জন্য আমরা শ্রোতাদের আহ্বান জানাচ্ছি; তাতে শিল্পীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না। আমরা মুস্তাফা জামান আব্বাসীর কাছ থেকে অনুমতি নিয়ে এবং তাঁর সহযোগিতায় ৩০টি গানের এই অ্যালবাম প্রকাশ করছি।’
No comments