সালমানের নতুন ছবি
বেশ ভালো একটি বছরই শেষ করছেন সালমান খান; প্রেম বা বিয়ের মঞ্চে নয়, বলিউডের মঞ্চে! এরই মধ্যে জানা গেল, তাঁর পরবর্তী ছবিটি আসবে আগামী বছরের আগস্ট মাসের দিকে।
মূলত ঈদ সামনে রেখেই মুক্তি দেওয়া হবে ছবিটি। পরিচালক হিসেবে থাকবেন সোহেল খান। তেলেগু ভাষার একটি ছবিই মূলত পুনর্নির্মাণ করবেন এই পরিচালক। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এ আর মুরুগাদোসের ওই ছবি। শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে। ছবিতে সালমানকে দেখা যাবে সেনাবাহিনীর সদস্য হিসেবে। এদিকে পরিবার নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সালমান যাচ্ছেন দুবাইয়ে। তিনি দুই বছর ধরেই অবশ্য নতুন বছরটি উদ্যাপন করছেন একই জায়গায়। মিড-ডে।
No comments