রেকর্ড কর্নার কঞ্জুস



টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা হলেন সৎ ছেলে। ব্যাটসম্যানদের হাতে তাঁরা যত বেশি নাজেহাল, তত বেশি আনন্দ দর্শকদের।
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে তাই উইকেট পাওয়ার চেয়ে ব্যাটসম্যানদের বেঁধে রাখাটাই বোলারদের আসল কাজ। আর পরশু পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে যেমন উইকেট তুললেন, তেমন রান দেওয়ার ক্ষেত্রে কিপটেমিও করলেন ভারতের ভুবনেশ্বর কুমার। ডানহাতি এই মিডিয়াম পেসার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে গড়েছেন টি-টোয়েন্টি অভিষেকে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের উদাহরণ (পুরো ৪ ওভার বোলিং)। ভুবনেশ্বর অবশ্য একাই নন, অভিষেকে কিপটে বোলিংয়ের এই রেকর্ডে আগে থেকেই আছে আরও দুটি নাম, দুজনই বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস (বিপক্ষ শ্রীলঙ্কা, ২০০৮) ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি ম্যাথুরিন (ইংল্যান্ড, ২০১১)।
পাঠকের মন্তব্য

No comments

Powered by Blogger.