তামিম ২০ বলে ৩৫
আউট হয়ে গেছেন চতুর্থ ওভারের চতুর্থ বলে। তবে বেসিন রিজার্ভ এর মধ্যেই দেখেছে তামিম-ঝড়।
পাঁচটি চারসহ একটি ছক্কা মেরেছেন। বাঁহাতি স্পিনার মার্টি কাইনের বলে আউট হয়ে যখন ফিরছেন, দলের ৩৯ রানের ৩৫-ই তামিমের! পরে রাইডার-ওকসদের ব্যাটিংয়ে এইচআরভি কাপে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে কাল ৫৩ রানে হারিয়েছে তামিম ইকবালের দল ওয়েলিংটন। ২৩ ডিসেম্বর দলের হয়ে প্রথম ম্যাচে তামিম করেছিলেন ১৭ বলে ১৪।বাজে আবহাওয়ায় কাল ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। তামিম ফেরার পর উন্মত্ত হয়ে ওঠেন ওপেনিং জুটির সঙ্গী জেসি রাইডার (২২ বলে ৪৭)। পরে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের ২৮ বলে ৫৫ ও অধিনায়ক গ্রান্ট এলিয়টের ১৮ বলে ৩৫ ওয়েলিংটনকে এনে দেয় ২১৩ রান। ম্যাথু সিনক্লেয়ারের ৪৩ বলে ৭১ রানের পরও সেন্ট্রাল ডিস্ট্রিক্ট তুলতে পারে ১৬০। ৫ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তামিমের দল। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্দার্ন ডিস্ট্রিক্ট। ওয়েলিংটনের পরের ম্যাচ আগামীকাল, বর্তমান চ্যাম্পিয়ন অকল্যান্ডের বিপক্ষে। ওয়েবসাইট।
No comments