ছিনতাইয়ের অভিযোগে দরপত্র প্রক্রিয়া বাতিল করেছে রাজউক
দরপত্র ছিনতাইয়ের অভিযোগে উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প এলাকায় একটি সেতু নির্মাণের দরপত্র প্রক্রিয়া বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক সূত্র জানায়, রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে ১৭ নম্বর লেনের ওপর একটি সেতু নির্মাণে দরপত্র চাওয়া হয়েছিল।
প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। নির্মাণ প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের কয়েকজন কর্মকর্তা গত সোমবার সকালে রাজউক ভবনে দরপত্র জমা দিতে গেলে কয়েকজন যুবক সব কাগজপত্র কেড়ে নেন। এ নিয়ে আবদুল মোনেম লিমিটেডের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়।রাজউক সূত্র জানায়, রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে ১৭ নম্বর লেনের ওপর একটি সেতু নির্মাণে দরপত্র চাওয়া হয়েছিল।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এম এ কালাম প্রথম আলোকে বলেন, দরপত্র জমা দেওয়ার জন্য রাজউক ভবনের লিফট দিয়ে ওঠার সময় দুজন অপরিচিত লোক লিফটের ভেতরে কাগজপত্র নিয়ে টানাটানি শুরু করেন। তাঁরা জোর করে তাঁদের তিনতলায় নিয়ে কাগজপত্র কেড়ে নেন। লিখিতভাবে বিষয়টি রাজউক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, দরপত্র ছিনতাই সম্পর্কে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
তবে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউক ভবনের ভেতরে দরপত্র ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। এ জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়নি। কিন্তু একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুনঃ দরপত্র চাওয়া হ
No comments