ঢাকায় ফিরছেন তারিন
দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন নতুন বছরের শুরুর সপ্তাহেই ঢাকায় ফিরছেন বলে আমেরিকা থেকে জানিয়েছেন তারিন নিজেই।
গত ঈদ-উল ফিতরের পূর্বে তারিন নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য আমেরিকা গিয়েছিলেন। তখন বিভিন্ন জাতীয় দৈনিকে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়েছিল যে, তারিন বিদেশেই স্থায়ী হচ্ছেন; আবার সংবাদ প্রকাশিত হয়েছিল যে, তারিন বিদেশে বিয়ে করেছেন। কিন্তু এসব সংবাদকে ভুয়া এবং বানোয়াট বলে অভিযোগ করে তারিন জানালেন ২০১৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তিনি ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরে এসেই তিনি আবারও অভিনয়ে নিয়মিত হবেন। তারিনের মতো একজন গুণী নাট্যাভিনেত্রীর অনুপস্থিতি আমাদের নাট্যাঙ্গনের জন্য এই মুহূর্তে সত্যিই এক বিশাল ক্ষতির। কারণ এখন যেখানে প্রচুর চ্যানেল রয়েছে সেখানে রয়েছে ব্যাপক শিল্পী সঙ্কট। আর শিল্পী সঙ্কটের এই মুহূর্তে একজন গুণী অভিনেত্রী তারিন রয়েছেন দেশের বাইরে। তাই তারিনের এই ছুটি শেষে ফিরে আসাটা অনেক নির্মাতার মাঝে আবারও আশার আলো দেখাবে।মুজিবুর রহমান বাবু
No comments