সোনালী অতীতের টুর্নামেন্ট বরিশালে



পঞ্চাশের দশকের ফুটবলার ছিলেন এ কে এম আমির জং চৌধুরী গজনবী। বৃহত্তর বরিশাল থেকে উঠে আসা এই ফুটবলার খেলতেন ঢাকা মোহামেডানে।
বছর কয়েক আগে প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে আগামীকাল ও পরশু বরিশাল স্টেডিয়ামে গজনবী মাস্টারস ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে ঢাকা সোনালী অতীত ক্লাব।
দেশের আটটি সোনালী অতীত ক্লাব খেলবে এই টুর্নামেন্টে—ঢাকা, রাজশাহী, ঈশ্বরদী, মানিকগঞ্জ, চাঁদপুর, খুলনা, বরিশাল ও নারায়ণগঞ্জ। কাল ঢাকা সোনালী অতীত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম জানিয়েছেন, দেশের ফুটবলের একটা জাগরণ আনতেই এই উদ্যোগ। গত বছর ঢাকায় প্রথমবার এই টুর্নামেন্ট হয়েছে। সোনালী অতীত পরিকল্পনা করেছে, ভবিষ্যতে ঢাকার ৮-১০টি স্কুলে গিয়ে সপ্তাহে দুই দিন সোনালী অতীতের খেলোয়াড়েরা শিশুদের প্রশিক্ষণ দেবেন।

No comments

Powered by Blogger.