প্রিয়াঙ্কা টুইটার থেকে ছুটি নিলেন
সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আসক্ত বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ছুটি নিলেন টুইটার থেকে। তবে এই ছুটি কয়দিনের জন্য তা জানাননি ‘ডন’র ‘জংলি বিল্লি’।
বৃহস্পতিবার রাতে প্রিয়াঙ্কা তার শেষ টুইটটি করেন এবং এই ছুটির কথা জানান।
প্রিয়াঙ্কা ওই শেষ টুইটে লিখেন, একটা খবর আছে!! আমি টুইটার থেকে একটু ছুটি নিচ্ছি তবে আবার ফিরে আসবো। তাই এর মধ্যে যাদের জন্মদিন, পরীক্ষা, বর্ষপূর্তি আর বিশেষ বিশেষ কিছু আছে, সবার জন্য রইলো অগ্রিম অভিনন্দন। মনে রাখবে, সবসময় সত্য ও সুন্দরের সঙ্গে থাকবে। এটাই আমাদের পরিপূর্ণ করে। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইলো। তোমাদের অনেক অনেক মিস করবো। দেখা হবে শিগগির! টুইটারে বিশ লাখ অনুসারী প্রিয়াঙ্কার। যাদের সঙ্গে এতোদিন নিয়মিত যোগাযোগ রাখতেন প্রিয়াঙ্কা। প্রতিটি বন্ধু আর ভক্তদের বিশেষ দিনে তাদের টুইটারে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা দিতেন। প্রতিদিন ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে টুইটারে না বসলে দিনই পূর্ণ হতো না প্রিয়াঙ্কার। হতে পারে এই আসক্তি কাটাতেই প্রিয়াঙ্কার এই ছুটি। কিন্তু টুইটারে আসক্ত প্রিয়াঙ্কা কি আদৌ পারবে তার টুইট ভক্তদের কাছ থেকে দূরে থাকতে?
বৃহস্পতিবার রাতে প্রিয়াঙ্কা তার শেষ টুইটটি করেন এবং এই ছুটির কথা জানান।
প্রিয়াঙ্কা ওই শেষ টুইটে লিখেন, একটা খবর আছে!! আমি টুইটার থেকে একটু ছুটি নিচ্ছি তবে আবার ফিরে আসবো। তাই এর মধ্যে যাদের জন্মদিন, পরীক্ষা, বর্ষপূর্তি আর বিশেষ বিশেষ কিছু আছে, সবার জন্য রইলো অগ্রিম অভিনন্দন। মনে রাখবে, সবসময় সত্য ও সুন্দরের সঙ্গে থাকবে। এটাই আমাদের পরিপূর্ণ করে। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইলো। তোমাদের অনেক অনেক মিস করবো। দেখা হবে শিগগির! টুইটারে বিশ লাখ অনুসারী প্রিয়াঙ্কার। যাদের সঙ্গে এতোদিন নিয়মিত যোগাযোগ রাখতেন প্রিয়াঙ্কা। প্রতিটি বন্ধু আর ভক্তদের বিশেষ দিনে তাদের টুইটারে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা দিতেন। প্রতিদিন ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে টুইটারে না বসলে দিনই পূর্ণ হতো না প্রিয়াঙ্কার। হতে পারে এই আসক্তি কাটাতেই প্রিয়াঙ্কার এই ছুটি। কিন্তু টুইটারে আসক্ত প্রিয়াঙ্কা কি আদৌ পারবে তার টুইট ভক্তদের কাছ থেকে দূরে থাকতে?
No comments