রসকারণ-বাচ্চাদের চুলে বেশি উকুন কেন? by আব্দুল কাইয়ুম

উকুনের কাছে অবশ্য বাছবিচার নেই। বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে—সব তার কাছে সমান। তার কাজ হলো সামান্য রক্ত চুষে খাওয়া। কিন্তু তাও অভিজ্ঞতায় দেখা গেছে, বাচ্চাদের মাথার চুলে বেশি উকুন থাকে। একটা মা উকুন দিনে ছয় থেকে ১০টা করে ডিম পাড়ে।


এসব ডিম বা লিকের গায়ে আঠাজাতীয় পদার্থ থাকে যা তাদের চুলের সঙ্গে শক্তভাবে আটকে রাখে। চিরুনি দিয়ে আঁঁচড়িয়ে বা সাধারণ শ্যাম্পুতে তাদের দূর করা কঠিন। লিক থেকে বাচ্চা ফুটে বেরোতে সাত থেকে ১০ দিন সময় লাগে। অর্থাৎ একবার কয়েকটা উকুন মাথায় এসে গেলে দ্রুত সারা মাথা ভরে যায়। উকুনের জন্য বাচ্চাদের চুল খুব আদর্শ স্থান। কারণ, বাচ্চারা মিলেমিশে খেলাধুলা করে, একে অপরের কাছাকাছি বেশি আসে। ফলে একের মাথা থেকে অন্যের মাথায় উকুন সহজে ছড়িয়ে পড়ে। আর তা ছাড়া তাদের উচ্চতা এমন যে চেয়ারে বা বাসে হেলান দিয়ে বসলে মাথা থেকে উকুন প্রথমে চেয়ারে নামে, তারপর অন্য বাচ্চা সেখানে বসলে তার মাথায় যায়। এভাবে বাচ্চাদের মধ্যে উকুন সহজে ছড়ায়।

No comments

Powered by Blogger.