সোনমের নিয়ন্ত্রণহীন ভোজনপ্রেম!
বলিউডের স্টাইল ডিভা সোনম কাপুর ছবির শুটিংয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন বিশ্বের সব বড় বড় ফ্যাশন উইকে অংশ নেয়াতে। তার স্টাইলকে অনুসরণ করে লাখো তরুণী। অভিনয়ের চেয়ে বেশি আগ্রহ তার ফ্যাশনে, আর ফ্যাশনের চেয়েও সোনমকে বেশি টানে খাবার। সমপ্রতি সোনম একটি আর্ট ফেস্টিভ্যালে ইন্দো-এশিয়া নিউজ সার্ভিসকে জানান, খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জীবনে আর কিছুই নেই। ভোজনরসিক সোনম বলেন, খাবার ছাড়া জীবনে আর কি আছে? আমি খাবারেই খুঁজে পাই জীবন। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। ২৬ বছর বয়সী অনিল কাপুর তনয়া সোনম কাপুর আরও বলেন, আমি সকালের নাস্তার টেবিলে বসে ভাবি দুপুরে কি খাবো। আবার দুপুরে খাওয়ার সময় ঠিক করে রাখি, রাতে কি খাওয়া যায়। এভাবেই ঘড়ির কাঁটার মতো খাওয়ার চিন্তাও আমার মাথায় সবসময়ই ঘুরতে থাকে। উল্লেখ্য, সঞ্জয়লীলা বানশালির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সোনমের। ‘সাওয়ারিয়া’ ছবির আগে তার ওজন ছিল ৯০ কেজি। কড়া নিয়মকানুন মেনে সোনম নিজেকে অভিনেত্রীসুলভ বানিয়েছেন। কিন্তু এখনও এই অভিনেত্রীর ডায়েটেশিয়ান এবং ট্রেইনারকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। কারণ অনেক চেষ্টা করেও তারা সোনমের ভোজন প্রেমকে নিয়ন্ত্রণ করতে পারে না।
No comments