প্রেমিকের সঙ্গে ফোনালাপে মেয়ের জিভ কাটলেন বাবা
মোবাইলে
ছেলেবন্ধুদের সঙ্গে গল্প করায় মেয়ের জিভ কেটে ফেললেন বাবা। নারকীয় এই
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঢোলাঘাট থানা এলাকার
মাদারপাড়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে ২৪ পরগনা জেলা হাসপাতালে
ভর্তি করা হয়েছে। পরিবারের তরফে বাবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের
করা হয়েছে। ফোনে কথা বলার জন্য একাধিকবার যুবতীটিকে প্রচণ্ড মারধর করেন
তার বাবা। শুক্রবার ওই যুবতী মোবাইলে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। সে
সময় হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে ছুড়ে ফেলে দেন তার বাবা। এরপরই যুবতীটিকে
বেধড়ক মারধর করেন। পরে নৃশংসভাবে তার জিভ কেটে নেন তার বাবা। সে অবস্থায়
বাড়ি থেকে দূরে একটি ধানখেতে ফেলে দিয়ে আসেন বাবা। ঘটনার পর থেকেই যুবতীর
বাবা পলাতক।–ওয়েবসাইট।
No comments