আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা পুলিশের: আটক ৩
ঢাকা
ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে
আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ শাহবাগের কেন্দ্রীয়
গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। এসময় অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছেন।
তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন, রিয়াজুল ইসলাম,
আহসান হাবীব ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক
জিলানী শুভ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে
বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে
স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে দিকে মিছিল নিয়ে যেতে চাইলে
পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে বেলা
একটার দিকে শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিয়ে
আবার শাহবাগে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরই আচমকা শিক্ষার্থীদের লাঠিপেটা করে
ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান থেকে পানি ছোড়া হয়।
সেখান থেকে তিনজনকে আটক করা হয়।
No comments