৩ সচিবের দপ্তর বদল ৬ জেলায় নতুন ডিসি
তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এ ছাড়া ছয় জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ ও পাঁচ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। আদেশে বিপিএটিসি’র রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া নানা কারণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) এ কে এম আবদুল আউয়াল মজুমদারকে বিপিএটিসি’র রেক্টর করা হয়েছে। এদিকে ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রাঙ্গামাটির ডিসি মো. মোস্তফা কামালকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বান্দরবানের ডিসি কে এম তরিকুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাগড়াছড়ির ডিসি মো. মাসুদ করিমকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, বাগেরহাটের ডিসি মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব, জয়পুরহাটের ডিসি মোহাম্মদ ইয়াসীনকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এবং খুলনার ডিসি আনিস মাহমুদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নিয়োগ করা হয়। অপর আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. শামসুল আরেফীনকে রাঙ্গামাটির ডিসি, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর আলমকে বাগেরহাটের ডিসি, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুল হক চৌধুরীকে বান্দরবানের ডিসি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রহিমকে জয়পুরহাটের ডিসি এবং ঢাকার দিয়ারা সেটেলমেন্ট অফিসার মুহম্মদ ওয়াহিদুজ্জামানকে খাগড়াছড়ির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আলাদা আরেক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ- প্রেস সচিব বিজন লাল দেবকে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়া হয়।
No comments