নিষেধাজ্ঞা উঠছে কুয়েতের শ্রমবাজারে
বেশির
ভাগ বাংলাদেশী শ্রমিকদের জন্য কুয়েতে টানা ৭ বছরের নিষেধাজ্ঞার অবসান হতে
যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে পুনরায় কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের
কাজ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশী
রাষ্ট্রদূত মেজর জেনারেল আশহাবুদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল
সাবাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন আবুধাবিতে। এ বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক
নেয়া আবার শুরু করার বিষয়টি আলোচনা করেছেন তারা। এ খবর দিয়েছে কুয়েত টাইমস।
বাংলাদেশী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে মোট এক লাখ নব্বই হাজার বাংলাদেশী
রয়েছে। তারা প্রত্যেকেই সচ্ছল জীবনযাপন করছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা
থাকার সময়েও বাংলাদেশ থেকে কৃষি কর্মীরা কুয়েতে এসেছে। আর এ খাতে কাজ করতে
সম্প্রতি এসেছে ২০০-৩০০ বাংলাদেশী। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের
মানুষ শুধু যে কৃষিখাতে দক্ষ তাই নয়- ওষুধ, প্রকৌশল এবং কারিগরি খাতেও তারা
দক্ষ।
No comments