শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার বলায় রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা
সন্ত্রাস
নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির বিরুদ্ধে
মানহানির মামলা দায়ের করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট
খোকন সাহা। রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম
মহিউদ্দিনের আদালতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ
সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির পক্ষে তিনি এ মামলাটি দায়ের
করেন। মামলায় বাদীসহ সালমা ওসমান লিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি
এডভোকেট আনিছুর রহমান দিপু, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি খালেদ হায়দার
খান কাজলকে সাক্ষী করা হয়েছে। আদালত আগামী ১ই জানুয়ারি স্ব-শরীরে অথবা
আইনজীবীর মাধ্যমে রফিউর রাব্বিকে আদালতে হাজির থাকার সমন জারি করেছেন। মামলার
অভিযোগ থেকে জানা যায়, গত ৫ই ডিসেম্বর বিকেল ৫টার দিকে শহরের ২নং রেলগেট
এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের ব্যনারে সমাবেশে সভাপতির বক্তব্যে
রফিউর রাব্বি শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছেন। যা
পরের দিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। রফিউর রাব্বির এ
ধরনের অশালীন বক্তব্যে সাক্ষী সালমা ওসমান লিপি সামাজিক, মানসিক, আর্থিক ও
শারিরীকভাবে ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি তার মানহানিও ঘটেছে।
No comments