তবুও তরুণীর মন পেল না যুবক!
কথায় আছে-টাকা দিলে বাঘের চোখও মেলে। তবে লাখ লাখ টাকা খরচ করেও একটি জিনিস মেলে না; তা হলো ভালোবাসা। এ সত্যটি আবারও প্রমাণিত হলো এক চীনা তরুণের প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার গল্প থেকে। ৯৯টি আইফোন-৬ কিনে সেগুলো দিয়ে ‘হার্ট’ বানিয়েও তরুণীর মন পাননি ওই যুবক।
জানা গেছে, চীনে প্রতিবছর ১১ নভেম্বর ‘সিঙ্গেলস ডে’ পালন করা হয়। এদিন ওই চীনা যুবক তার পছন্দের তরুণীকে প্রেমের প্রস্তাব দিতে এক অভিনব উপায় বের করেন। তিনি তার দুই বছরের বেতনের পুরোটা দিয়ে ৯৯টি আইফোন-৬ কিনেন। যাতে তার খরচ হয় ৮২ হাজার ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৬ লাখ টাকা। এরপর শহরের একটি শপিংমলের সামনের উন্মুক্ত জায়গায় আইফোনগুলো দিয়ে ‘হার্ট’ তৈরি করেন। তারপর ওই তরুণীকে সেখানে আসতে বলেন। তরুণী এলে তাকে ‘হার্টের’ ভেতর দাঁড় করিয়ে বলেন, আই লাভ ইউ। কিন্তু বিধিবাম, এত কিছুর পরও মন গললো না তরুণীর। প্রত্যাখ্যান করলেন ওই যুবককে। ওয়েবসাইট।
জানা গেছে, চীনে প্রতিবছর ১১ নভেম্বর ‘সিঙ্গেলস ডে’ পালন করা হয়। এদিন ওই চীনা যুবক তার পছন্দের তরুণীকে প্রেমের প্রস্তাব দিতে এক অভিনব উপায় বের করেন। তিনি তার দুই বছরের বেতনের পুরোটা দিয়ে ৯৯টি আইফোন-৬ কিনেন। যাতে তার খরচ হয় ৮২ হাজার ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৬ লাখ টাকা। এরপর শহরের একটি শপিংমলের সামনের উন্মুক্ত জায়গায় আইফোনগুলো দিয়ে ‘হার্ট’ তৈরি করেন। তারপর ওই তরুণীকে সেখানে আসতে বলেন। তরুণী এলে তাকে ‘হার্টের’ ভেতর দাঁড় করিয়ে বলেন, আই লাভ ইউ। কিন্তু বিধিবাম, এত কিছুর পরও মন গললো না তরুণীর। প্রত্যাখ্যান করলেন ওই যুবককে। ওয়েবসাইট।
No comments