আমি এখন ঘুমাতে পারি না, খেতে পারি না
পেশোয়ারে জঙ্গিদের হামলায় গুরুতর আহত শিশুদের চিকিৎসার পর মানসিক ট্রমায় ভুগছেন হাসপাতালের একজন নার্স। শিশুদের ভয়ংকর বীভৎস স্মৃতি তিনি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছেন না। মারাত্মকভাবে জখম অনেক শিশুই তার চোখের সামনে মারা গেছেন। নার্গিস গাজী (২৫) নামের এই নার্স বললেন, আমি এখন ঘুমাতে পারি না, খেতে পারি না।
নার্গিসের ছোট্ট ক্যারিয়ারে অন্তত ৩০০ সন্ত্রাসী হামলার আহতদের চিকিৎসা দিয়েছেন। কিন্তু মঙ্গলবার পেশোয়ারে হামলার পর কয়েকডজন শিশুর চিকিৎসাসেবার পর তিনি মানসিকভাবে অস্থির হয়ে গেছেন। নার্গিস বলেন, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, পাঁচ বছর বা তার বেশি বয়সের শিশুদের বীভৎস লাশ। ডেইলি মেইল।
নার্গিসের ছোট্ট ক্যারিয়ারে অন্তত ৩০০ সন্ত্রাসী হামলার আহতদের চিকিৎসা দিয়েছেন। কিন্তু মঙ্গলবার পেশোয়ারে হামলার পর কয়েকডজন শিশুর চিকিৎসাসেবার পর তিনি মানসিকভাবে অস্থির হয়ে গেছেন। নার্গিস বলেন, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, পাঁচ বছর বা তার বেশি বয়সের শিশুদের বীভৎস লাশ। ডেইলি মেইল।
No comments