রোহিত একাই ২৬৪!
নভেম্বর মাসটা কি রোহিত শর্মার খুব প্রিয়? গত বছর এই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে খেললেন ২০৯ রানের ইনিংস। আজ কলকাতার ইডেন গার্ডেনে নিজের সেই কীর্তি তো ছাড়ালেনই, করলেন নতুন রেকর্ডও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে রোহিতের ‘অগ্নিশর্মা’ রূপে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। এ ওপেনারের ২৬৪ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৪০৪।
>>নতুন উচ্চতায় রোহিত, উদযাপনটা তাই বাঁধনহারা। ছবি: বিসিসিআই
টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ৫৯ রানেই ২ উইকেট হারিয়েছিল ভারত। এরপর কোহলিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে লঙ্কান বোলারদের নিয়ে রীতিমতো খেলতে শুরু করলেন রোহিত। রোহিত-কোহলির জুটিতে উঠল ২০২ রান। কী কী কীর্তি গড়লেন রোহিত, তার ছোট্ট একটা ফিরিস্তি দেওয়া যাক—
* ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ছাড়িয়ে গেলেন বীরেন্দর শেবাগের করা ২১৯ রানের রেকর্ডকে।
* ওয়ানডে ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান, যাঁর আছে দুটি ডাবল সেঞ্চুরি।
* গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কার রেকর্ড গড়েছিলেন। এবার ‘উড়িয়ে’ মারার রেকর্ড গড়েননি ঠিকই, করেছেন সর্বোচ্চ চারের রেকর্ড। টেন্ডুলকারের ২৫ চারের রেকর্ড ছাপিয়ে রোহিত মেরেছেন ৩৩টি।
* এদিন রোহিত ছয়-ছয়বার ব্যাট উঁচিয়ে ধরলেন—ফিফটি, সেঞ্চুরি, ১৫০, ২০০, সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে আর ২৫০ করে। একদিনের ম্যাচে এতবার ব্যাট উঁচু করার সুযোগ কি আর কোনো ব্যাটসম্যান পেয়েছেন? এটিও কি একপ্রকার ‘রেকর্ড’ নয়?
রোহিতের দিনে ভারত গড়ল চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। আজ ভারতের প্রথম ১০০ রান এল ১৩৯ বলে, পরেরটি ৬৫, তারপর ৬০ আর শেষের ১০০ রান তুলতে লেগেছে মাত্র ৩৯ বল! বোঝাই যাচ্ছে শেষ দিকে কতটা চড়াও হয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার ফিল্ডিং দেখে অবশ্য হতাশ হতে হবে। এমন কিছু ‘ডলি’ ক্যাচ ছেড়েছেন লঙ্কান ফিল্ডাররা, তাতে চরম বিস্মিত ভারতীয় খেলোয়াড়েরাও। এমন বাজে দিনে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান অধিনায়ক ৮ ওভারে ৪৪ রানে পেয়েছেন ২ উইকেট।
৪০৫ রানের রিবাট লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই কুশল পেরেরার উইকেটটি হারিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ৪.২ ওভারে ১ উইকেট ১৯ তুলেছে শ্রীলঙ্কা।
* ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ছাড়িয়ে গেলেন বীরেন্দর শেবাগের করা ২১৯ রানের রেকর্ডকে।
* ওয়ানডে ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান, যাঁর আছে দুটি ডাবল সেঞ্চুরি।
* গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কার রেকর্ড গড়েছিলেন। এবার ‘উড়িয়ে’ মারার রেকর্ড গড়েননি ঠিকই, করেছেন সর্বোচ্চ চারের রেকর্ড। টেন্ডুলকারের ২৫ চারের রেকর্ড ছাপিয়ে রোহিত মেরেছেন ৩৩টি।
* এদিন রোহিত ছয়-ছয়বার ব্যাট উঁচিয়ে ধরলেন—ফিফটি, সেঞ্চুরি, ১৫০, ২০০, সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে আর ২৫০ করে। একদিনের ম্যাচে এতবার ব্যাট উঁচু করার সুযোগ কি আর কোনো ব্যাটসম্যান পেয়েছেন? এটিও কি একপ্রকার ‘রেকর্ড’ নয়?
রোহিতের দিনে ভারত গড়ল চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। আজ ভারতের প্রথম ১০০ রান এল ১৩৯ বলে, পরেরটি ৬৫, তারপর ৬০ আর শেষের ১০০ রান তুলতে লেগেছে মাত্র ৩৯ বল! বোঝাই যাচ্ছে শেষ দিকে কতটা চড়াও হয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার ফিল্ডিং দেখে অবশ্য হতাশ হতে হবে। এমন কিছু ‘ডলি’ ক্যাচ ছেড়েছেন লঙ্কান ফিল্ডাররা, তাতে চরম বিস্মিত ভারতীয় খেলোয়াড়েরাও। এমন বাজে দিনে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান অধিনায়ক ৮ ওভারে ৪৪ রানে পেয়েছেন ২ উইকেট।
৪০৫ রানের রিবাট লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই কুশল পেরেরার উইকেটটি হারিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ৪.২ ওভারে ১ উইকেট ১৯ তুলেছে শ্রীলঙ্কা।
No comments