রেড ক্রিসেন্ট লটারির ড্র : প্রথম পুরস্কার বিজয়ী ঘ-৭৫৯৮৬৫
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বুধবার ২০তম রেড ক্রিসেন্ট লটারির ড্র সম্পন্ন হয়। এতে প্রথম পুরস্কার ২৫ লাখ টাকা জয়ী নম্বর হচ্ছে ঘ-৭৫৯৮৬৫।
দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা বিজয়ী নম্বর খ-৭৩৪০৫০, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা বিজয়ী নম্বর ঘ-৮৫৪৩৫৩, চতুর্থ পুরস্কার এক লাখ টাকা বিজয়ী ঙ-৫৩১৫০৪, পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী ঙ-৮৩৫৭২৩, ষষ্ঠ পুরস্কার ২৫ হাজার টাকা বিজয়ী ঙ-৯৭১৪৪০, সপ্তম পুরস্কার ১০ হাজার টাকা বিজয়ী ঘ-৪২৯৯২৭ এবং অষ্টম পুরস্কার পাঁচ হাজার টাকা বিজয়ী নম্বর হচ্ছে ক-৪০২৩৬২, ঙ-৬০৪২০৮ ও ক-৯৩১৯৯৩।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পাদক বিভাগ গঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটির প্রতিনিধি ড্র অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবুল বাশার, অধ্যক্ষ আফজাল হোসেন খান অ্যাডভোকেট, তালুকদার আবদুল খালেক। সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানে মোট ২১০টি নম্বরকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। নবম পুরস্কার (তিন হাজার টাকা) বিজয়ী নম্বরগুলো হচ্ছে-
দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা বিজয়ী নম্বর খ-৭৩৪০৫০, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা বিজয়ী নম্বর ঘ-৮৫৪৩৫৩, চতুর্থ পুরস্কার এক লাখ টাকা বিজয়ী ঙ-৫৩১৫০৪, পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী ঙ-৮৩৫৭২৩, ষষ্ঠ পুরস্কার ২৫ হাজার টাকা বিজয়ী ঙ-৯৭১৪৪০, সপ্তম পুরস্কার ১০ হাজার টাকা বিজয়ী ঘ-৪২৯৯২৭ এবং অষ্টম পুরস্কার পাঁচ হাজার টাকা বিজয়ী নম্বর হচ্ছে ক-৪০২৩৬২, ঙ-৬০৪২০৮ ও ক-৯৩১৯৯৩।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পাদক বিভাগ গঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটির প্রতিনিধি ড্র অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবুল বাশার, অধ্যক্ষ আফজাল হোসেন খান অ্যাডভোকেট, তালুকদার আবদুল খালেক। সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানে মোট ২১০টি নম্বরকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। নবম পুরস্কার (তিন হাজার টাকা) বিজয়ী নম্বরগুলো হচ্ছে-
No comments