সংক্ষিপ্ত সংবাদ
নয়াদিল্লি
সোনিয়া গান্ধী হাসপাতালেঅসুস্থাবস্থায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসনালীর সংক্রমণজনিত কারণে তাকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সোনিয়াকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অরূপ কুমার বসুর তত্ত্বাবধানে আছেন।চিকিৎসকরা জানিয়েছেন, শীতকালে এ ধরনের সমস্যা অনেকের মধ্যেই হরহামেশা দেখা যায়। সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।সিডনি৮ শিশুকে হত্যাঅস্ট্রেলিয়ায় একটি বাড়িতে ছুরিকাঘাত করে আট শিশুকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে হবে।শুক্রবার দেশটি কুইন্সল্যান্ড রাজ্যের কায়ার্নস শহরে এ মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। তবে ঘটনাটি কখন ঘটেছে, কারা একসঙ্গে আট শিশুকে হত্যা করলো এসব কিছুর তদন্তে নেমেছে গোয়েন্দারা। কুইনসল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত রাত ১১টা ২০ মিনিটের দিকে এলাকার বাসিন্দারা ছুরিকাঘাতে গুরুতর আহত নারীর খবর জানায়। এরপর বাড়ি থেকে ওই ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বিবিসিআবুজাঅপহরণ ১৮৫আবার বোকো হারামের প্রাণনাশী ছোবলে নিহত হল ৩৫ জন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হানা দিয়ে এসব মানুষকে হত্যা করে বোকো হারামের জঙ্গিরা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি জঙ্গিরা। গ্রামের ১৮৫ লোককে অপহরণকরেছে তারা।জঙ্গিদের হাত থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির দেয়া তথ্য থেকে এ খবর প্রকাশ করেছে এএফপি। এই ব্যক্তির তথ্য মতে, হঠাৎ গুমসুরি গ্রামে হানা দেয় বোকো হারাম। হত্যাযজ্ঞ চালানোর পর গ্রামের শিশু-নারী-যুবকসহ অন্তত ১৮৫ লোককেতুলে নিয়ে যায়।গুমসুরি গ্রামে বোকো হারামের এ তাণ্ডব চলেছে গত রোববার। গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে ও মোবাইল নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ায় সঠিক সময়ে প্রশাসন ও গণমাধ্যমে খবর পৌঁছায়নি। গুমসুরি গ্রামের অধিবাসীদের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার বোকো হারামের অভিযান সম্পর্কে জানা যায়।
সোনিয়া গান্ধী হাসপাতালেঅসুস্থাবস্থায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসনালীর সংক্রমণজনিত কারণে তাকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সোনিয়াকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অরূপ কুমার বসুর তত্ত্বাবধানে আছেন।চিকিৎসকরা জানিয়েছেন, শীতকালে এ ধরনের সমস্যা অনেকের মধ্যেই হরহামেশা দেখা যায়। সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।সিডনি৮ শিশুকে হত্যাঅস্ট্রেলিয়ায় একটি বাড়িতে ছুরিকাঘাত করে আট শিশুকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে হবে।শুক্রবার দেশটি কুইন্সল্যান্ড রাজ্যের কায়ার্নস শহরে এ মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। তবে ঘটনাটি কখন ঘটেছে, কারা একসঙ্গে আট শিশুকে হত্যা করলো এসব কিছুর তদন্তে নেমেছে গোয়েন্দারা। কুইনসল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত রাত ১১টা ২০ মিনিটের দিকে এলাকার বাসিন্দারা ছুরিকাঘাতে গুরুতর আহত নারীর খবর জানায়। এরপর বাড়ি থেকে ওই ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বিবিসিআবুজাঅপহরণ ১৮৫আবার বোকো হারামের প্রাণনাশী ছোবলে নিহত হল ৩৫ জন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হানা দিয়ে এসব মানুষকে হত্যা করে বোকো হারামের জঙ্গিরা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি জঙ্গিরা। গ্রামের ১৮৫ লোককে অপহরণকরেছে তারা।জঙ্গিদের হাত থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির দেয়া তথ্য থেকে এ খবর প্রকাশ করেছে এএফপি। এই ব্যক্তির তথ্য মতে, হঠাৎ গুমসুরি গ্রামে হানা দেয় বোকো হারাম। হত্যাযজ্ঞ চালানোর পর গ্রামের শিশু-নারী-যুবকসহ অন্তত ১৮৫ লোককেতুলে নিয়ে যায়।গুমসুরি গ্রামে বোকো হারামের এ তাণ্ডব চলেছে গত রোববার। গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে ও মোবাইল নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ায় সঠিক সময়ে প্রশাসন ও গণমাধ্যমে খবর পৌঁছায়নি। গুমসুরি গ্রামের অধিবাসীদের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার বোকো হারামের অভিযান সম্পর্কে জানা যায়।
No comments