ডিবিআইয়ের ডিপ্লোমা কোর্সের নবীনবরণ
ঢাকা চেম্বার অব কমার্সের বিজনেস ইনস্টিটিউট (ডিবিআই) সম্প্রতি ‘ডিপ্লোমা অন মডিউলার লার্নিং সিস্টেম ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএলএস-এসসিএম)’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের নবীনবরণ অনুষ্ঠান ও কৌশলগত ক্রয়দক্ষতার বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান, ডিবিআইয়ের নির্বাহী প্রধান মো. হোসেন আলী, এমএলএস-এসসিএমের প্রশিক্ষক ও বিওসির প্রকিউরমেন্ট প্রধান সৈয়দ আসগর আলী এবং ব্র্যাকের প্রকিউরমেন্ট প্রধান মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমএলএস-এসসিএমের ৩৯ জন শিক্ষার্থী ও কর্মশালার ২২ জন প্রশিক্ষণার্থী যোগ দেন।
মো. হোসেন আলী জানান, ডিপ্লোমা কোর্সটিতে ১৮টি মডিউল পড়ানো হয়, যা বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান, ডিবিআইয়ের নির্বাহী প্রধান মো. হোসেন আলী, এমএলএস-এসসিএমের প্রশিক্ষক ও বিওসির প্রকিউরমেন্ট প্রধান সৈয়দ আসগর আলী এবং ব্র্যাকের প্রকিউরমেন্ট প্রধান মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমএলএস-এসসিএমের ৩৯ জন শিক্ষার্থী ও কর্মশালার ২২ জন প্রশিক্ষণার্থী যোগ দেন।
মো. হোসেন আলী জানান, ডিপ্লোমা কোর্সটিতে ১৮টি মডিউল পড়ানো হয়, যা বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত।
No comments