নিরপরাধ মুসলমানদের সবচেয়ে বড় হত্যাকারী আল-কায়েদা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বে নিরপরাধ মুসলমানদের সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে আল-কায়েদা। গত সোমবার ইন্টারনেটে ভিডিও এবং ছবি আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইউ টিউব’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি মনে করি, এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে আমরা খুবই সুনির্দিষ্ট একটি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত। আল-কায়েদা ও এর উগ্রপন্থী সহযোগীরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তারা আমাদের ও আমাদের সহযোগীদের ওপর হামলা চালাচ্ছে। বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি ও দূতাবাসের ওপর হামলা চালাচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, পটভূমি ও ধর্মের কথা বিবেচনা না করেই তারা নিরপরাধ মানুষের ওপর হামলা চালাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইউ টিউবকে দেওয়া প্রথম সাক্ষাত্কারে বারাক ওবামা আরও বলেন, ‘আল-কায়েদা সম্ভবত বিশ্বে নিরপরাধ মুসলমানদের সবচেয়ে বড় হত্যাকারী। সুতরাং সেটা আমাদের লক্ষ্যবস্তু এবং সেটাই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু। তারা এখন সন্ত্রাসী কৌশল ব্যবহার করছে। তবে কারা আমাদের লক্ষ্যবস্তু, সে বিষয়ে আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন।’
প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্রকে সব ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় খুবই সুনির্দিষ্ট পন্থায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেখানে তারা এখনো লুকিয়ে আছে।
প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ‘সন্ত্রাসীরা সোমালিয়া এবং ইয়েমেনের মতো জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই সব এলাকায় তাদের অভিযানের সুযোগ সীমিত করতে ও তাদের নির্মূলের চেষ্টায় আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক পরিকল্পনাও গ্রহণ করতে হবে। ইয়েমেনের মতো দরিদ্র রাষ্ট্রে তরুণদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সেখানে কাজ করতে হবে। পাকিস্তানের মতো জায়গায়ও এ কাজ করতে হবে।
সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি মনে করি, এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে আমরা খুবই সুনির্দিষ্ট একটি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত। আল-কায়েদা ও এর উগ্রপন্থী সহযোগীরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তারা আমাদের ও আমাদের সহযোগীদের ওপর হামলা চালাচ্ছে। বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি ও দূতাবাসের ওপর হামলা চালাচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, পটভূমি ও ধর্মের কথা বিবেচনা না করেই তারা নিরপরাধ মানুষের ওপর হামলা চালাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইউ টিউবকে দেওয়া প্রথম সাক্ষাত্কারে বারাক ওবামা আরও বলেন, ‘আল-কায়েদা সম্ভবত বিশ্বে নিরপরাধ মুসলমানদের সবচেয়ে বড় হত্যাকারী। সুতরাং সেটা আমাদের লক্ষ্যবস্তু এবং সেটাই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু। তারা এখন সন্ত্রাসী কৌশল ব্যবহার করছে। তবে কারা আমাদের লক্ষ্যবস্তু, সে বিষয়ে আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন।’
প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্রকে সব ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় খুবই সুনির্দিষ্ট পন্থায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেখানে তারা এখনো লুকিয়ে আছে।
প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ‘সন্ত্রাসীরা সোমালিয়া এবং ইয়েমেনের মতো জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই সব এলাকায় তাদের অভিযানের সুযোগ সীমিত করতে ও তাদের নির্মূলের চেষ্টায় আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক পরিকল্পনাও গ্রহণ করতে হবে। ইয়েমেনের মতো দরিদ্র রাষ্ট্রে তরুণদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সেখানে কাজ করতে হবে। পাকিস্তানের মতো জায়গায়ও এ কাজ করতে হবে।
No comments