ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরীক্ষা ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। রাডারে ত্রুটি দেখা দেওয়ায় মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়। সামরিক বাহিনীর একজন মুখপাত্র গত সোমবার এ তথ্য জানিয়েছেন।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এজেন্সির (ডিএমএ) মুখপাত্র রিক লেহনার জানান, মার্শাল দ্বীপে গত রোববার ওই পরীক্ষা চালানো হয়। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথে বিধ্বস্ত করতে ব্যর্থ হয় সেনারা। তিনি বলেন, ইরান কিংবা উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা আকাশে বিধ্বংস করার লক্ষ্যেই এ পরীক্ষা চালানো হয়।
ডিএমএর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে উেক্ষপণ করা হয়। এটি স্বাভাবিক গতিতেই ছোটে। কিন্তু সাগরভিত্তিক এক্স-ব্যান্ড রাডার প্রত্যাশিতভাবে কাজ করেনি। ফলে এই পরীক্ষা সফল হয়নি।
কর্তৃপক্ষ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এজেন্সির (ডিএমএ) মুখপাত্র রিক লেহনার জানান, মার্শাল দ্বীপে গত রোববার ওই পরীক্ষা চালানো হয়। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথে বিধ্বস্ত করতে ব্যর্থ হয় সেনারা। তিনি বলেন, ইরান কিংবা উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা আকাশে বিধ্বংস করার লক্ষ্যেই এ পরীক্ষা চালানো হয়।
ডিএমএর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে উেক্ষপণ করা হয়। এটি স্বাভাবিক গতিতেই ছোটে। কিন্তু সাগরভিত্তিক এক্স-ব্যান্ড রাডার প্রত্যাশিতভাবে কাজ করেনি। ফলে এই পরীক্ষা সফল হয়নি।
কর্তৃপক্ষ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
No comments