নেপালকে দাঁড়াতে দিল না পাকিস্তান
নেপালের সঙ্গে ক্রিকেটীয় শক্তিমত্তার ব্যবধানটা বুঝিয়ে দিল পাকিস্তান অনূর্ধ্ব-২১ দল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসএ গেমস টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ২ উইকেটে করা ১৭৩ রানের জবাবে ৮২ রানে অলআউট হয়ে নেপাল দল ম্যাচটা হেরেছে ৯১ রানে।
টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ওপেনিং জুটিতেই তোলে ৮০ রান। ওপেনার উমর আমিন ৫৩ রান করেছেন মাত্র ৩২ বলে, আরেক ওপেনার আলী ওয়াকাস করেছেন ২৭ রান। এ ছাড়া আলী আসাদ ৪৫ ও আদিল আমিন ৩৫ রান করেন। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপালের তরুণেরা তোলেন ৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে করেছেন প্রদীপ আইরি ও গায়েন্দ্র মাল্লা। পাকিস্তান অনূর্ধ্ব-২১-এর কামরান হুসেন ও নায়ার আব্বাস দুটি করে উইকেট পেয়েছেন।
টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ওপেনিং জুটিতেই তোলে ৮০ রান। ওপেনার উমর আমিন ৫৩ রান করেছেন মাত্র ৩২ বলে, আরেক ওপেনার আলী ওয়াকাস করেছেন ২৭ রান। এ ছাড়া আলী আসাদ ৪৫ ও আদিল আমিন ৩৫ রান করেন। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপালের তরুণেরা তোলেন ৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে করেছেন প্রদীপ আইরি ও গায়েন্দ্র মাল্লা। পাকিস্তান অনূর্ধ্ব-২১-এর কামরান হুসেন ও নায়ার আব্বাস দুটি করে উইকেট পেয়েছেন।
No comments