আইসিএলকে উকিল নোটিশ পাকিস্তানি ক্রিকেটারদের
টাকার জন্যই আইসিএলে গিয়েছিল সবাই। এখন কি না সেই টাকাটাই দ্বন্দ্বের কারণ দুই পক্ষে! আইসিএলে খেলা পাকিস্তানের ক্রিকেটাররা বকেয়া পাওনার দাবিতে উকিল নোটিশ পাঠিয়েছেন লিগ ব্যবস্থাপকদের। খেলোয়াড়দের দাবি, ২০০৮ সালের ডিসেম্বর থেকেই আইসিএলের কাছ থেকে টাকা পাওনা তাঁদের।
খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব চেষ্টার পরও এখনো কোনো সাড়া-শব্দ নেই। প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। আইসিএল খেলোয়াড়দের খুব বাজে একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এ রকম পরিস্থিতিতে বকেয়া আদায়ের জন্য আইসিএলের উদ্দেশে উকিল নোটিশ পাঠিয়েছে খেলোয়াড়েরা।’ বর্তমান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও অলরাউন্ডার আবদুল রাজ্জাকসহ পাকিস্তানের মোট ১৯ জন ক্রিকেটার আইসিএলে নাম লিখিয়েছিলেন।
খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব চেষ্টার পরও এখনো কোনো সাড়া-শব্দ নেই। প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। আইসিএল খেলোয়াড়দের খুব বাজে একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এ রকম পরিস্থিতিতে বকেয়া আদায়ের জন্য আইসিএলের উদ্দেশে উকিল নোটিশ পাঠিয়েছে খেলোয়াড়েরা।’ বর্তমান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও অলরাউন্ডার আবদুল রাজ্জাকসহ পাকিস্তানের মোট ১৯ জন ক্রিকেটার আইসিএলে নাম লিখিয়েছিলেন।
No comments