সেমিফাইনালে থামল বাংলাদেশ
গতকাল জিতলে রুপা নিশ্চিত করতে পারতেন তাঁরা। কিন্তু ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শাপলা ও রাসেল কবির জুটিকে। উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল তাঁরা সেমিফাইনালে ২-০ সেটে হেরে গেছেন ভারতের অশ্বিনী পন্নাপা ও ডিজু ভেলিয়াভিতি জুটির কাছে।
ব্যাডমিন্টনে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। কাল ১০টি ম্যাচের সবগুলো জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা। সেমিফাইনালে মেয়েদের এককে ভারতের সায়ালি গোখলে ২-০ সেটে পাকিস্তানের পালওয়াসা বশিরকে, ত্রুপ্তি মুরগান্ডে ২-০ সেটে শ্রীলঙ্কার থিলানি জয়াসিংহেকে, পুরুষ এককে চেতন আনন্দ ২-০ সেটে দিনুকা করুণারত্নেকে, গুরুসাই দত্ত পাকিস্তানের আহসান কামারকে হারিয়েছেন। পুরুষ দ্বৈতের সেমিফাইনালে শ্রীলঙ্কার রাজিথা-হাসিথা জুটিকে ভারতের চেতন-ডিজু জুটি হারিয়ে দিয়েছে। পাকিস্তানের রিজওয়ান-কাসিফ জুটিকে হারিয়েছে ভারতের রুপেশ-সানাভ জুটি। মেয়েদের দ্বৈতে শ্রীলঙ্কার রেণু-নাদিশা জুটিকে তুলসী-অশ্বিনী জুটি এবং একই দেশের রত্নেশ্বরী-উপুলি জুটিকে হারিয়েছে তুলসী-অশ্বিনী জুটি। সবগুলো ম্যাচই নিষ্পত্তি হয়েছে ২-০ সেটে।
ভলিবলের ফাইনালে ভারত ও পাকিস্তান
বাংলাদেশ লড়াই থেকে বিদায় নিয়েছে আগেই। কাল সেমিফাইনালে পাকিস্তান ২৬-২৪, ২৫-২১, ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দিনের অন্য সেমিফাইনালে ভারত ২৫-২১, ২৫-১২, ২৫-১৪ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে।
স্কোয়াশে বাংলাদেশের হার
এককের পর দলগতও হারল বাংলাদেশ। কাল পাকিস্তানের কাছে ৩-০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের ফারহান মেহবুব ১১-১, ১১-৭, ১১-৮ পয়েন্টে মাসুদ রানাকে, ফারহান জামান ১১-৫, ১১-৬, ১১-৪ পয়েন্টে শহিদকে এবং মনসুর জামান ১১-৪, ১১-৪, ১১-৪ পয়েন্টে রঞ্জন কুমারকে হারিয়েছেন। অন্য ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত।
ব্যাডমিন্টনে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। কাল ১০টি ম্যাচের সবগুলো জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা। সেমিফাইনালে মেয়েদের এককে ভারতের সায়ালি গোখলে ২-০ সেটে পাকিস্তানের পালওয়াসা বশিরকে, ত্রুপ্তি মুরগান্ডে ২-০ সেটে শ্রীলঙ্কার থিলানি জয়াসিংহেকে, পুরুষ এককে চেতন আনন্দ ২-০ সেটে দিনুকা করুণারত্নেকে, গুরুসাই দত্ত পাকিস্তানের আহসান কামারকে হারিয়েছেন। পুরুষ দ্বৈতের সেমিফাইনালে শ্রীলঙ্কার রাজিথা-হাসিথা জুটিকে ভারতের চেতন-ডিজু জুটি হারিয়ে দিয়েছে। পাকিস্তানের রিজওয়ান-কাসিফ জুটিকে হারিয়েছে ভারতের রুপেশ-সানাভ জুটি। মেয়েদের দ্বৈতে শ্রীলঙ্কার রেণু-নাদিশা জুটিকে তুলসী-অশ্বিনী জুটি এবং একই দেশের রত্নেশ্বরী-উপুলি জুটিকে হারিয়েছে তুলসী-অশ্বিনী জুটি। সবগুলো ম্যাচই নিষ্পত্তি হয়েছে ২-০ সেটে।
ভলিবলের ফাইনালে ভারত ও পাকিস্তান
বাংলাদেশ লড়াই থেকে বিদায় নিয়েছে আগেই। কাল সেমিফাইনালে পাকিস্তান ২৬-২৪, ২৫-২১, ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দিনের অন্য সেমিফাইনালে ভারত ২৫-২১, ২৫-১২, ২৫-১৪ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে।
স্কোয়াশে বাংলাদেশের হার
এককের পর দলগতও হারল বাংলাদেশ। কাল পাকিস্তানের কাছে ৩-০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের ফারহান মেহবুব ১১-১, ১১-৭, ১১-৮ পয়েন্টে মাসুদ রানাকে, ফারহান জামান ১১-৫, ১১-৬, ১১-৪ পয়েন্টে শহিদকে এবং মনসুর জামান ১১-৪, ১১-৪, ১১-৪ পয়েন্টে রঞ্জন কুমারকে হারিয়েছেন। অন্য ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত।
No comments