ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ গিবসন
ইংল্যান্ডের বোলিং কোচের লোভনীয় চাকরিটা ছাড়ার পর সবাই অবাকই হয়েছিল। কাল জানা গেল আরও বড় দায়িত্ব নেওয়ার জন্যই ইংল্যান্ড ছেড়েছেন ওটিস গিবসন। নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের মূল কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার।
আগামী ২৮ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু হবে গিবসনের। গত বছর অস্ট্রেলিয়ার জন ডাইসনকে বরখাস্ত করার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের মূল কোচের পদটি শূন্য হয়ে আছে। তবে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালাচ্ছেন ডেভিড উইলিয়ামস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দায়িত্বে থাকবেন উইলিয়ামসই।
২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গিবসন ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু হবে গিবসনের। গত বছর অস্ট্রেলিয়ার জন ডাইসনকে বরখাস্ত করার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের মূল কোচের পদটি শূন্য হয়ে আছে। তবে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালাচ্ছেন ডেভিড উইলিয়ামস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দায়িত্বে থাকবেন উইলিয়ামসই।
২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গিবসন ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন।
No comments