অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ওয়াটসন-বলিঞ্জার
পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে বিশ্রামের পর আবার অস্ট্রেলিয়া দলে ফিরেছেন শেন ওয়াটসন ও ডগ বলিঞ্জার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের এই দলে নেই অ্যাডাম ভোজেস। আর পিঠের ইনজুরির কারণে নেই পিটার সিডলও।
আগামী রোববার মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার অ্যাডিলেডে। নির্বাচকদের প্রধান অ্যান্ড্রু হিলডিচ মনে করেন, অনেকটা পাকিস্তান সিরিজের দলটাই রেখে দেওয়ায় অস্ট্রেলিয়া দল তাদের সেই ফর্মটাই নিয়ে যেতে পারবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ‘এই দলটা পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেছে। আমরা চাইছি, তারা তাদের সেই ফর্মটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখুক’—ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে খুব ভালো দলের স্বীকৃতি দিয়েই কথাগুলো বলেছেন হিলডিচ। ওয়েবসাইট।
প্রথম দুই ম্যাচের অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, শন মার্শ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট, মাইক হাসি, জেমস হোপস, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, রায়ান হ্যারিস, নাথান হরিজ, ক্লিন্ট ম্যাকে ও ডগ বলিঞ্জার।
আগামী রোববার মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার অ্যাডিলেডে। নির্বাচকদের প্রধান অ্যান্ড্রু হিলডিচ মনে করেন, অনেকটা পাকিস্তান সিরিজের দলটাই রেখে দেওয়ায় অস্ট্রেলিয়া দল তাদের সেই ফর্মটাই নিয়ে যেতে পারবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ‘এই দলটা পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেছে। আমরা চাইছি, তারা তাদের সেই ফর্মটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখুক’—ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে খুব ভালো দলের স্বীকৃতি দিয়েই কথাগুলো বলেছেন হিলডিচ। ওয়েবসাইট।
প্রথম দুই ম্যাচের অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, শন মার্শ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট, মাইক হাসি, জেমস হোপস, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, রায়ান হ্যারিস, নাথান হরিজ, ক্লিন্ট ম্যাকে ও ডগ বলিঞ্জার।
No comments