তালাকের আবেদন প্রত্যাহার
সৌদি আরবে ১২ বছরের এক কিশোরী তার তালাকের আবেদন অপ্রত্যাশিতভাবে প্রত্যাহার করে নিয়েছে। কিশোরীর বাবা ৮০ বছরের এক বৃদ্ধের সঙ্গে তাকে যৌতুকের বিনিময়ে জোরপূর্বক বিয়ে দেওয়ার পর আদালতে তালাক চেয়ে আবেদন করা হয়। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম এ খবর প্রচার করে।
মানবাধিকারবিষয়ক আইনজীবী ও শিশু কল্যাণবিষয়ক উপদেষ্টাদের সহায়তা সত্ত্বেও কিশোরী ও তার মা আল কাশিম প্রদেশের বুরিয়াদাহর আদালত থেকে তালাকের আবেদনপত্র প্রত্যাহার করে নেয়। মূলত তারাই এই তালাকের ব্যাপারে আগ্রহী ছিল। কিশোরী আদালতকে বলে, তার সম্মতিতেই ওই লোকটির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়।
ওকাজ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কিশোরীর বাবা ২২ হাজার ৬৬৭ ডলার যৌতুকের বিনিময়ে ৮০ বছর বয়স্ক এক লোকের সঙ্গে তার বিয়ে দেয়।
জানুয়ারির প্রথম দিকে আল রিয়াদ পত্রিকায় খবরটি প্রকাশিত হলে তা নিয়ে হইচই পড়ে যায়।
মানবাধিকারবিষয়ক আইনজীবী ও শিশু কল্যাণবিষয়ক উপদেষ্টাদের সহায়তা সত্ত্বেও কিশোরী ও তার মা আল কাশিম প্রদেশের বুরিয়াদাহর আদালত থেকে তালাকের আবেদনপত্র প্রত্যাহার করে নেয়। মূলত তারাই এই তালাকের ব্যাপারে আগ্রহী ছিল। কিশোরী আদালতকে বলে, তার সম্মতিতেই ওই লোকটির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়।
ওকাজ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কিশোরীর বাবা ২২ হাজার ৬৬৭ ডলার যৌতুকের বিনিময়ে ৮০ বছর বয়স্ক এক লোকের সঙ্গে তার বিয়ে দেয়।
জানুয়ারির প্রথম দিকে আল রিয়াদ পত্রিকায় খবরটি প্রকাশিত হলে তা নিয়ে হইচই পড়ে যায়।
No comments