ব্রোঞ্জ নিশ্চিত, বেঁচে আছে সোনার স্বপ্নও
গেমস শুরুর আগে যে কুড়িটি সোনার স্বপ্ন বাংলাদেশের কর্তারা দেখিয়েছেন, সেই তালিকায় আছে মহিলা ফুটবলও। কাল ফারহানা খাতুনের একমাত্র গোলে পাকিস্তানকে হারিয়ে সেই স্বপ্নের পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। ভারত আর নেপালকে পেছনে ফেলে সোনা জিততে যদি নাও পারে, বাংলাদেশের ফুটবলের মেয়েরা পদকশূন্য থাকছে না। কালই নিশ্চিত হয়ে গেছে ব্রোঞ্জ।
লিগ শেষে পাঁচ দলের মধ্যে উপরের দুটি দল লড়বে সোনার জন্য। দুই দলের মধ্যে থাকার লড়াইয়ের বর্তমান অবস্থাটা এ রকম—ভারতের ২ ম্যাচে ৬ পয়েন্ট, নেপালেরও তাই। বাংলাদেশের পয়েন্টও ৬, তবে স্বাগতিকেরা ম্যাচ খেলেছে একটি বেশি। অন্য দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা ৩টি করে ম্যাচ খেলেও কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি।
পয়েন্টে সমান থাকলেও ম্যাচ বেশি খেলার বিষয়টি হিসাবে রাখলে বাংলাদেশই আছে পিছিয়ে। তবে বাংলাদেশের মহিলা দলের কোচ শহীদুর রহমানের বিশ্বাস, তাঁর দলের সোনা জয়ের আশা এখনো আছে, ‘আমি তো বলব এখনো আশা আছে আমাদের। পরের ম্যাচটা ভারতের সঙ্গে। এই ম্যাচে জিততে পারলে কাজটা আরও সহজ হবে।’
সোনা জয়ের স্বপ্ন নেপালও হয়তো দেখছে। চারদিকে পরাজয় আর হাহাকার দেখা নেপাল মহিলা ফুটবল এগিয়ে চলছে দারুণভাবে। কাল শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে নেপালকে ১-০ গোলে জেতানো যমুনা কুরাং কাল পেয়েছেন হ্যাটট্রিক। অনু লামা করেছেন জোড়া গোল।
লিগ শেষে পাঁচ দলের মধ্যে উপরের দুটি দল লড়বে সোনার জন্য। দুই দলের মধ্যে থাকার লড়াইয়ের বর্তমান অবস্থাটা এ রকম—ভারতের ২ ম্যাচে ৬ পয়েন্ট, নেপালেরও তাই। বাংলাদেশের পয়েন্টও ৬, তবে স্বাগতিকেরা ম্যাচ খেলেছে একটি বেশি। অন্য দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা ৩টি করে ম্যাচ খেলেও কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি।
পয়েন্টে সমান থাকলেও ম্যাচ বেশি খেলার বিষয়টি হিসাবে রাখলে বাংলাদেশই আছে পিছিয়ে। তবে বাংলাদেশের মহিলা দলের কোচ শহীদুর রহমানের বিশ্বাস, তাঁর দলের সোনা জয়ের আশা এখনো আছে, ‘আমি তো বলব এখনো আশা আছে আমাদের। পরের ম্যাচটা ভারতের সঙ্গে। এই ম্যাচে জিততে পারলে কাজটা আরও সহজ হবে।’
সোনা জয়ের স্বপ্ন নেপালও হয়তো দেখছে। চারদিকে পরাজয় আর হাহাকার দেখা নেপাল মহিলা ফুটবল এগিয়ে চলছে দারুণভাবে। কাল শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে নেপালকে ১-০ গোলে জেতানো যমুনা কুরাং কাল পেয়েছেন হ্যাটট্রিক। অনু লামা করেছেন জোড়া গোল।
No comments