সু চি নির্বাচনের সময় মুক্তি পেতে পারেন
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে আগামী নির্বাচনের সময় মুক্তি দেওয়া হতে পারে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমায়া গতকাল মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সু চি কখন মুক্তি পেতে পারেন জানতে চাইলে কাসিত পিরোমায়া বলেন, ‘সম্ভবত নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর অথবা নির্বাচনের সময়।’
সু চির গৃহবন্দিত্বের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দেশটির জান্তা সরকার।
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমায়া জানিয়েছেন, নির্বাচন সম্ভবত চলতি বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘আসিয়ান সম্মেলনের সময় মিয়ানমারের প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, এ বছরেই নির্বাচন হবে। তিনি জানিয়েছিলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। কাজেই বলা যায়, এ বছরের দ্বিতীয়ার্ধেই নির্বাচন হবে।’
এ বছর নির্বাচন হলে সেটি হবে মিয়ানমারের গত দুই দশকের মধ্যে প্রথম নির্বাচন। এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বড় ব্যবধানে জিতেছিল। কিন্তু সামরিক জান্তা এনএলডির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি।
সু চি কখন মুক্তি পেতে পারেন জানতে চাইলে কাসিত পিরোমায়া বলেন, ‘সম্ভবত নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর অথবা নির্বাচনের সময়।’
সু চির গৃহবন্দিত্বের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দেশটির জান্তা সরকার।
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমায়া জানিয়েছেন, নির্বাচন সম্ভবত চলতি বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘আসিয়ান সম্মেলনের সময় মিয়ানমারের প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, এ বছরেই নির্বাচন হবে। তিনি জানিয়েছিলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। কাজেই বলা যায়, এ বছরের দ্বিতীয়ার্ধেই নির্বাচন হবে।’
এ বছর নির্বাচন হলে সেটি হবে মিয়ানমারের গত দুই দশকের মধ্যে প্রথম নির্বাচন। এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বড় ব্যবধানে জিতেছিল। কিন্তু সামরিক জান্তা এনএলডির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি।
No comments