অন্তর্বাস পরে পোল ডান্স এষার!
বলিউডে
তার শুরুটা হয়েছিল ভাট ক্যাম্পের হাত ধরে। ‘জান্নাত টু’-এর সে সফর খুব
একটা সুখকর হয়নি। এরপর আর বক্স অফিসেও সেভাবে সফলতা পাননি। ব্যতিক্রম ছিল
কেবল ‘রুস্তম’। অক্ষয়ের এ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেশ নজর
কেড়েছিলেন এষা গুপ্তা। ‘রুস্তম’-এর হাত ধরেই বি-টাউনের মাটিতে ফের জমি পেতে
মরিয়া এষা। এবার আরও বোল্ড মেজাজে নিজেকে মেলে ধরতে চলেছেন বলিউড সুন্দরী।
এরই প্রমাণ মিলল নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে কালো রঙা
অন্তর্বাস পরেই পোল ডান্সে মজেছেন ৩১ বছরের এ অভিনেত্রী। নিচে আবার মজা
করে লিখেছেন, বাঁদরের ধর্ম কতটা ভালোভাবে পালন করছেন তিনি। কেবল পোল
ডান্সেই ক্ষান্ত হননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে আরও একটি সিজলিং ভিডিও পোস্ট
করেছেন তিনি। যাতে সাদা ও কালো অন্তর্বাস পরে পোজ দিয়েছেন নায়িকা। কেন এই
ভিডিওটি তিনি পোস্ট করেছেন? সে উত্তরও ধোঁয়াশায় রেখেছেন অভিনেত্রী। শুধু
ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন’। সর্বশেষ এষা অভিনীত ‘কমান্ডো টু’ বক্স অফিসে
মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এষার তুরুপের তাস এখন পরিচালক মিলন লুথারিয়ার
‘বাদশাহো’। যেখানে এষার পাশে থাকছে অজয় দেবগণ, ইমরান হাশমির মতো নাম। ছবির
ট্রেইলারে ইলিয়ানা ডি’ক্রুজ ও সানি লিওনকে সেন্স্যুয়াস আবতারের দেখা গেলেও
এষা ধরা দিয়েছেন অ্যাকশন মুডে। তাই বোধহয় নিজের লাস্যময়ী রূপ সোশ্যাল
মিডিয়ায় তুলে ধরেছেন নায়িকা। এমনই অভিমত সিনেপ্রেমীদের একাংশের।
No comments