দুই বিশ্ববিদ্যালয়ে পড়েন এমা
এক
বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করতে পারেন না অনেক তারকা, সেখানে এমা ওয়াটসন দুই
বিশ্ববিদ্যালয়ে পড়ছেন! ১১ বছর বয়সে প্রথম পা রাখেন চলচ্চিত্রজগতে। হ্যারি
পটার সিনেমায় হারমাইওনি গ্রেনজার গ্র্যাঙ্গার চরিত্রে অভিনয়ের জন্য দারুণ
তারকাখ্যাতি তৈরি হয় তাঁর। পর্দায় হ্যারির বন্ধু হিসেবে হগওয়ার্টস স্কুল অব
উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডির শিক্ষার্থী হলেও এমা চলচ্চিত্রের শত
ব্যস্ততার পাশাপাশি পড়াশোনার গণ্ডি পার করেছেন। শুধু তা-ই নয়, পড়াশোনার
জন্য সিনেমা থেকে এক বছর বিদায়ও নিয়েছিলেন এই তারকা। ব্রাউন বিশ্ববিদ্যালয়
থেকে ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন এই তারকা। শুধু তা-ই নয়,
দুই বছরের জন্য অক্সফোর্ডের ওরচেস্টার কলেজেও পড়েছেন এমা। পড়াশোনাকে আরও
রঙিন করতে যোগব্যায়াম ও মেডিটেশনের ওপর তাঁর এক বছরের সার্টিফিকেট কোর্সও
করা আছে।
No comments