স্বীকারোক্তি দিতে রাজি ইভান
রাজধানীর বনানীতে বাসায় ডেকে এনে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে। চার দিনের রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করা হচ্ছে। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ইভান ঘটনার রাতে নিজে এবং বাদী দু’জনেই নেশাজাতীয় দ্রব্য খাওয়ার কথা স্বীকার করেছে। জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। ভিক্টিম ও আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। দালিলিক প্রমাণের জন্য মেডিকেল রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাটিকে তদন্তাধীন উল্লেখ করে এ নিয়ে কিছু বলতে রাজি হননি বনানী থানার ওসি বিএম ফরমান আলী।
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে ৫ জুলাই দুপুরে ইভানের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন ওই তরুণী। এজাহারে বলা হয়, ৪ জুলাই রাতে জন্মদিনের কথা বলে তাকে বাসায় ডেকে নেয় ইভান। ওইদিন রাত ১টার দিকে বনানী ২ নম্বর রোডের ন্যাম ভিলেজের ৫/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ নম্বর ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটে। পরে তরুণীকে জোর করে বাসা থেকে বের করে দেয় ইভান। পরে সে পালিয়ে যায়। ৬ জুলাই বিকালে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
No comments