মশার কামড়ের বেদনা কমাতে গ্যাজেট

মশার উৎপাত থেকে বাঁচতে বিভিন্ন ধরনের উপায় বের করা হয়েছে। কিন্তু মশার কামড়ে শরীরে চুলকানি শুরু হলে তা ঠেকানোর কোনো উপায় এতদিন ছিল না। এবার সেই সমস্যারও সমাধান নিয়ে হাজির হয়েছে এক বাটন সংবলিত লম্বাটে আকৃতির বাইট হেলপার। মশার কামড়ে ফুলে ওঠা লাল পিণ্ডর আকার ও চুলকানি কমিয়ে আনার কাজ করবে এটি। তবে ডিভাইসটি শুধু মশার কামড় নয় শরীরের অন্যান্য স্থানের ব্যথা সারানোর কাজও করবে। শুধু মশার কামড়ে শরীরের লাল হয়ে যাওয়া অংশে বাইট হেলপার নামে এই ডিভাইসটি চেপে ধরলেই হল। বাইট হেলপারে আছে থার্মো পালস প্রযুক্তি। যার সাহায্যে মশা কামড়ানো স্থানটিতে কম্পনের সঙ্গে ১২০ ডিগ্রি গরম তাপমাত্রা প্রবাহিত হবে। উপকার পেতে চাইল ডিভাইসটি আক্রান্ত স্থানে ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। তবে এটি ব্যবহার করে অনেকেই জানিয়েছেন, বাইট হেলপারের গরমটা তাদের কাছে অসহনীয় মনে হয়েছে। ব্যাটারিচালিত বহনযোগ্য এই ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯ ডলার। টেকশহর। -ম্যাশেবল অবলম্বনে

No comments

Powered by Blogger.