এ কী ভয়ানক চেহারা আনুশকার!
এ
কী ভয়ানক চেহারা আনুশকা শর্মার! সাধারণ মানুষতো দূরে থাক বলিউডেরও অনেকে এ
চেহারায় তাকে চিনতে পারছেন না। ছবির গল্প এবং চরিত্রের প্রয়োজনে ওজন
কমানো-বাড়ানোটা অনেকটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন অনেক বলিউড তারকা।
কিন্তু আনুশকা শর্মার যা চেহারা হয়েছে, তাতে শুধু সেই জায়গাতেই আটকে থাকছে
না বিষয়টি। অনেকেরই প্রশ্ন-আনুশকা কি তাহলে অসুস্থ? আসলে তা নয়। এ
অভিনেত্রী সদ্য শেষ করেছেন ‘পরি’ ছবির প্রথম ধাপের শুটিং। সঙ্গে সহ-অভিনেতা
পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছবিতে আনুশকা নাকি এমন একটি চরিত্রে অভিনয়
করছেন, যে চরিত্র ভারতীয় সিনেমায় বিরল। সেজন্যেই শুধু চেহারায় নয়,
মনস্তত্ত্বেও পরিবর্তন আনতে হয়েছে তাকে। শুটিংয়ের সময় তিনি একবারে অন্য
জগতে চলে যেতেন যেন। পোস্টারটি দেখলে বোঝা যায়, কেন এমন কথা বলা হচ্ছে। সেই
মনস্তত্ত্বেরই প্রতিফলন পড়ছে তার চোখেমুখে। আর তাই ভয়ানক লাগছে তার
চেহারা!
No comments