বন্যায় ভেসে গেল পাঁচ তলা ভবন
তিব্বতে আকস্মিক বন্যায় পাঁচ তলা একটি ভবন হঠাৎ করেই ধসে পড়েছে নদীতে। কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের ফলে শনিবার জিকু নদীতে বিধ্বস্ত হয় ভবনটি। ক্যামেরায় ধরা পড়ে সেই বিরল মুহূর্তটি। বন্যায় ওই নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হয় এবং নদীর তীরে ভাঙন দেখা যায় বলে চায়না ওয়েদার নেটওয়ার্ক জানায়। খবর সিএনএনের তবে ভবনটি ধসের আগেই সেখান থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। বন্যার পানিতে একটি বিশাল লাল ট্রাককেও ভেসে যেতে দেখা যায়। তিব্বতের চাংডু শহরটি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভির খবরে বলা হয়, বন্যায় ওই অঞ্চলের ৫৭ কিমি সড়ক ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪টি সেতু। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে চীনের মধ্যাঞ্চলীয় হিউনান প্রদেশে গত দুই সপ্তাহে বন্যায় বহ লোকের মৃত্যু এবং প্রায় ১৬ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন কর্তৃপক্ষ। হিউনানের বেসামরিকবিষয়ক দফতরের উপ-পরিচালক ট্যাং বাইয়ু বলেন, টানা ১১ দিনের বন্যায় প্রায় ৫৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আরও অন্তত সাড়ে তিন লাখ ব্যাপকভাবে অথবা আশিংকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমি ও ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ৬৩ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। বন্যায় ৫৬০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
No comments